কেন আপনি বিস্তারকে দিয়ে ওয়াল পেইন্টিং করাবেন?
এখনকার সময়ে যান্ত্রিকতা আমাদের দৈনন্দিন জীবনকে অশান্ত করে তুলেছে। একটু প্রশান্তির জন্য আমরা ভিড় ঠেলে বের হয়ে খুঁজে ফিরি মনোরম কোন দৃশ্য। চারপাশের এই অস্থিরতার মধ্যে একটু প্রশান্তি খুঁজে পেতে আমরা আমাদের কর্মস্থল ও বাসস্থানের দেয়াল গুলোকে মনোরম দৃশ্যে সাজিয়ে নিতে পারি। যা আমাদের মনকে প্রশান্তির ছোঁয়া এনে দিবে। সেই লক্ষ্য পূরণে আমাদের ভিজুয়াল আর্ট এর কার্যক্রম।
আমাদের আর্টিস্ট দক্ষ এবং অভিজ্ঞ। আমাদের ভিজুয়াল আর্ট এর কাজ দেশব্যাপী বিস্তৃত এবং সমাদৃত। আমরা কাজের সর্বোচ্চ গুণগতমান, স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সময় মতো কাজ হস্তান্তর করে থাকি।
The Segments of Our Wall Painting

দেয়ালে করা যায় এমন সকল ধরনের শৈল্পিক কাজ আমরা করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ-
◉সাধারন ওয়াল পেইন্টিং ◉এম্বুস ওয়াল পেইন্টিং ◉টাইলস ম্যুরাল
◉টেরাকোটা ম্যুরাল ◉কাঠের ম্যুরাল ◉দেয়াল স্ট্রিং আর্ট
দেয়াল পেইন্টিং এর জন্য যেসকল মাধ্যম আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে উল্লেখযোগ্য হল-
◉ প্লাস্টিক পেইন্ট ◉ এনামেল পেইন্ট ◉ ওয়েদার কোট
◉ লাক্সারি পেইন্ট ◉ এক্রেলিক পেইন্ট ◉ এক্রামিন পেইন্ট
◉ চারকোল ◉ ডোকো পেইন্ট ◉ অয়েল পেইন্ট
কার্যপ্রক্রিয়ার ধরন-
প্রথমত গ্রাহকের চাহিদা এবং কাজের স্থান অনুযায়ী ডিজাইন সিলেকশন করা হয়। যা গ্রাহকের নিজস্ব কোন পছন্দের ছবি, আমাদের ক্যাটালগ অথবা তৈরি করা কোন কনসেপ্ট হতে পারে। ডিজাইন সিলেকশনের পর শর্ত অনুযায়ী চুক্তিপত্র তৈরি এবং চুক্তি অনুসারে কাজটি সম্পন্ন করা হয়।